Since we function primarily as an on-demand, video based platform, you’ll need to upload your video files directly to REPTO. In other words, students must be able to view your course lectures on the REPTO platform.

We offer the ability to upload materials in REPTO - eTeacher Dashboard. 

To upload your content, You need to become a REPTO eTeacher First. Read Here, how you can be a REPTO eTeacher.

After becoming REPTO eTeacher you will get your eTeacher Dashboard in REPTO Website Header. As shown in the image below. 



Click eTeacher Dashboard. You will go to REPTO eTeacher Dashboard. If you want to create a new course click Create Course Button, as shown in the image below. 


Then you will see a Pop Up. Enter your course name(You can edit it later) there and click Create. As shown in the image below.


Congratulations! You have created your first course. Now you will find your course in the top Revenue Course Section. As shown in the image below.


Next take you mouse above the course box and you see Edit Course Button.

Then Click Edit Course. It will take you to the REPTO Course Editing Panel.

There you will see all the course editing steps. As shown in the image below.


Now Update Your Course Information One by One.

Course Title: Enter the name of your Course.

Course Category: Select the most relevant course category for your course.

Target Audience: Select the most relevant target audience for your course.

Skill Level: Select the most relevant Skill Level for your course.

Select Tags: Write and search the most relevant tags for your course. 

We will modify this information before publishing the course.


In Description tab you will add your Course Landing Page Contents. 

See How to write the Course Contents in Course Landing Page? কিভাবে কোর্সের ল্যান্ডিং পেজে গাইডলাইন সম্পর্কে লিখব?


In the price tab you will set the price of your course.

See REPTO - Course Pricing Format to understand how you can set your course pricing.


Now it’s time to upload videos of your course from Course Curriculum.

Before uploading your course first create a course curriculum. 

See How to create the best selling Course Curriculum for REPTO. 

Then click Add Section Button and Enter your first section name. Then click Add Lecture as shown in the image below.


Then you will see a pop up to upload the lecture video. 

First enter the name of the video. 

Then enter if you have any description for the video.

Then click attach video and select the video from your computer. See How to create the best quality course video for REPTO. কিভাবে REPTO এর জন্য বেস্ট কোয়ালিটি ভিডিও তৈরি করবেন।

Then click Save Lecture. Once You click Save Lecture. Your video will start uploading.



Similarly you can create section and create lectures. You can also drag and drop your lectures.

After uploading all the lectures upload your course feature image and promo video. 

Then add cousre FAQ if you have any FAQ for your course. 


Then submit the course for review. Our review team will go through every details of your course. And if everything is okay. We will publish the course.

If there is any feedback. You can see in the Admin Reviews Section.




REPTO তে কীভাবে কোর্স আপলোড করতে পারবেন?


যেহেতু আমরা প্রাথমিকভাবে চাহিদা অনুসারে, ভিডিও এর উপর ভিত্তি করে একটি প্লাটফর্ম দাড় করিয়েছি তাই আপনাকে আপনার ভিডিওটি সরাসরি REPTO -র অয়েবসাইটে আপলোড করে দিতে  হবে। অন্যভাবে বলা যায়,  ছাত্ররা অবশ্যয় আপনার কোর্সের লেকচার যেন REPTO অয়েবসাইট থেকে দেখতে পারে। 

আমরা প্রস্তাব দিয়ে থাকি যে Repto E-Teacher Dashboard থেকে কোর্সের দরকারি জিনিসগুল আপলোড করে নিতে পারবেন।

আপনার কন্টেন্ট আপলোড করতে চাইলে আপনাকে প্রথমে ই টিচার হতে হবে।

ই-টিচার হয়ে যাওয়ার পর আপনি আপনার ই টিচার ড্যাশবরড REPTO Website Header এ পেয়ে যাবেন। যা নিচের ছবিতে দেখান হয়েছে।




ই-টিচার ড্যাশবরডে ক্লিক করলে আপনি REPTO  ই টিচার ড্যাশবরডে ক্লিক করতে পারবেন।  আপনি যদি নতুন কোর্স বানাতে চান তাহলে Creat Course Button এ ক্লিক করবেন যা নিচের ছবির সাহায্যে দেখান হয়েছে।


তারপর আপনি একটি পপ আপ দেখতে পারবেন। এখানে আপনার কোর্সের নাম প্রবেশ করান ( যা পরবর্তীতে আপনি পরিবর্তন করতে পারবেন ) ক্রিএয়েট এ ক্লিক করুন। নিচের ছবিতে যেভাবে দেখান হয়েছে; 



আপনাকে অভিনন্দন আপনি আপনার প্রথম কোর্স টি তৈরী করেছেন। এখন আপনি আপনার কোর্স টি Revenue Course Section এর উপড়ে খুজে পাবেন। নিচের ছবিতে দেখান হয়েছে।


পরবর্তীতে আপনার মাউসের কারসরটি কোর্স বক্সের  উপড়ে নিয়ে যান এবং আপনি Edit Course Button পাবেন।


তারপর Edit course এ ক্লিক করুন। এটা আপনাকে REPTO Course Editing Panel এ নিয়ে যাবে। 

এখানে আপনি কোর্স এডিট করার ধাপগুল দেখতে পারবেন। নিচের ছবিতে দেখান হয়েছে।



এখন কোর্সে র তথ্যগু একটার পর একটা  আপডেট করে নিন ।

কোর্সের টাইটেল    ঃ আপনার কোর্সের নাম প্রবেশ করান

কোর্সের ক্যাটাগরি  ঃ কোর্সের জন্য সবচেয়ে প্রাসংগিক ক্যাটাগরি নিরবাচন করুন।

দর্শক লক্ষ্য করা     ঃ আপনার কোর্সের জন্য সবচেয়ে প্রাসঙ্গিক দর্শক নিরবাচন করুন। 

দখ্যতার পর্যায়        ঃ আপনার কোর্সের সবচেয়ে প্রাসঙ্গিক পর্যায় নিরবাচন করুন।

ট্যাগস নির্বাচন        ঃ আপনার কোর্সের সবচেয়ে প্রাসঙ্গিক ট্যাগ নির্বাচন করুন।  কোর্স প্রকাশ করার আগে আমরা এই তথ্য গুল মডিফাই করে নিব।




ডিস্ক্রিপ্সহন বাক্সে আপনি আপনার কোর্সের ল্যান্ডিং পেজের কন্টেন্ট  যোগ করবেন। How to write the Course Contents in Course Landing Page? কিভাবে কোর্সের ল্যান্ডিং পেজে গাইডলাইন সম্পর্কে লিখব?  এখানে দেখুন।



এই প্রাইস ট্যাবে আপনি আপনার কোর্সের প্রাইস ঠিক করতে পারবেন। কীভাবে কোর্সের প্রাইসিং ঠিক করবেন তা দেখার জন্য  REPTO - Course Pricing Format এর মাধ্যমে বুঝতে পারবেন কোর্সের প্রাইসিং কীভাবে ঠিক করবেন। 


এখন আপনার কোর্সের ভিডিও কোর্স এর কারিকুলাম থেকে আপলোড করার সময় হয়েছে। কোর্স আপলোড করার আগে আপনার কোর্স কারিকুলাম তৈরী করুন। How to create the best selling Course Curriculum for REPTO. এখানে দেখুন। 

তারপর Add Section Button এ ক্লিক করুন এবং আপনার প্রথম সেকশনের নাম প্রবেশ করান। এরপর Add Lecture এ ক্লিক করুন যেভাবে নিচের ছবিতে দেওয়া হয়েছে। 



এরপর আপনি আপনার কোর্সের লেকচার ভিডিও আপলোড করার জন্য পপ আপ দেখতে পাবেন।

প্রথমে আপনি আপনার ভিডিও এর নাম প্রবেশ করান। 

এরপর আপনার ভিডিওর যদি কোন বর্ণনা থেকে থাকে তাও প্রবেশ করাতে পারেন।

 তারপর এয়্যটাচ ভিডিও তে ক্লিক করুন এবং আপনার কম্পিউটার থেকে ভিডিও নির্বাচন করুন। এখানে দেখুন How to create the best quality course video for REPTO. কিভাবে REPTO এর জন্য বেস্ট কোয়ালিটি ভিডিও তৈরি করবেন।

তারপর সাভ লেকচার এ ক্লিক করুন। একবার সেভ লেকচার এ ক্লিক করলে আপনার ভিডিও আপ্লোড হওয়া শুরু করবে।




একইভাবে আপনি সেকশন এবং লেকচার তৈরী করতে পারবেন। আপনি আপনার লেকচারগুল টেনে এনে রাখতে পারবেন। 


সবগুল লেকচার আপলোড হয়ে জাউয়ার পর আপনার কোর্সের ফিচার ইমেজ এবং প্রোমো ভিডিও আপলোড করুন।


যদি আপনার কোর্স সঙ্ক্রান্ত কোনো FAQ থাকে তাহলে কোর্সের সাথে জুড়ে দিন।


তারপর কোর্স টি পর্যালোচনা র জন্য জমা দিন। আমাদের পর্যালোচনা র সদস্যরা কোর্সের প্রতিটি বর্ণনা খুটিয়ে দেখবে। এবং সবকিছু যদি ঠিক থাকে তাহলে আমরা কোর্স প্রকাশ করব।

যদি কোন প্রতিক্রিয়া বা মতামত জানানর থাকে তাহলে আপনি তা Admin Reviews Seaction এ দেখতে পাবেন।