REPTO - Landing Page Content Format.(Portal Update Required)

Your course landing page contents explains what your course is about to potential students. It is largely responsible for convincing them that your course -- and your course only -- will change their lives! In your course landing page contents, we recommend providing information about 

1) the content of the course and 

2) how students will benefit from that content.


To stand out from all other course a best selling course should have a very good landing page contents. This landing page will be the decision maker for your course. So, eTeacher must give a lot of time and effort to create the best course landing page contents.

REPTO landing page have following content fields.

  1. Course Guideline

  2. Career Guideline

  3. Course Requirements


What is (course topic)?

What is Autocad?
Autocad is an engineering designing software. It is easy to do 2D drafting and 3D modeling.


(course topic) Necessities 
Why is  Autocade  necessary?

Several designs of civil, mechanical, electrical,architecture can be done with Autocade . After passing this course you will be able to draw 3D model of building, furniture, electrical drawings, machine etc and if you practice you will be skilled enough to work in an organization.


What can I be doing after learning (course topic)

What can i be doing after learning autocad?

Several designs of civil, mechanical, electrical,architecture can be done with Autocade . After passing this course you will be able to draw 3D model of building, furniture, electrical drawings, machine etc and if you practice you will be skilled enough to work in an organization.

  
For whom is this course?

Those who cannot find a good training centre or not able to go into the training due to lack of timing. REPTO came with a proper solution that is anyone can learn AutoCAD in bangla from home through internet connections. “Master of AutoCAD 2D and 3D.


How can i do this course?
You can do this course from REPTO so easily by downloading it or streaming through online. You can do this course from our website. 




Course Guideline Format

The course guideline will provide a clear concept and overview of the course to the students. As an example let’s use Autocade Course Course. 

 

Career Guideline

The career Guideline will cover the career opportunities of this course. 

In which platform the student can start job. 

How the student can use or show his skill learned by this course.


Course Requirements

If there is any pre-requirement of skills, software or software knowledge of this course.

For instance in a course about Graphic Design Freelancing. The student must know about all the basics about Graphic Design first.
















REPTO - ল্যান্ডিং পেইজের কন্টেন্ট তৈরি করার ফরমেট.

আপনার কোর্সের ল্যান্ডিং পেইজের কন্টেন্ট স্টুডেন্ডদের বোঝাবে আপনার কোর্সে আপনি কি বুঝাতে চাচ্ছেন। আপনার এই বোঝানোর বিষয়টি আপনার স্টুডেন্টদের কোর্স কিনার সিদ্ধান্ত নিতে খুব ভালোভাবে সাহায্য করবে এবং আপনার এই কোর্সে তাদের জীবনে পরিবর্তন আনতে পারে। আপনি আপনার লেন্ডিংপেইজে যে বিষয়গুলো মাথায় রেখে কন্টেন্ট লিখবেন তা হলো,

1) আপনার কোর্সে কোন কোন বিষয়গুলো থাকছে এবং 

2) স্টডেন্টরা বিষয়গুলে থেকে কীভাবে উপকৃত হবে তা উল্লেখ করবেন।


একটি কোর্স বেশি বিক্রি হবার মূল করান হলো কোর্সে ল্যাডিং পেইজের খুব ভালো কন্টেন্টের জন্য। যদি আপনার ল্যান্ডিং পেইজে খুব ভালো কন্টেন্ট  থাকে তাহলে ক্রেতার কোর্স ক্রয়ের  সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। কাজেই একজন  eTeacher তার মেধার সবটুকু দিয়ে এবং পর্যাপ্ত সময় নিয়ে তার কোর্সের ল্যান্ডিং পেইজের জন্য ভালো কন্টেন্ট তৈরি করবেন। 

নিম্নলিখিত বিষয়ের মাধ্যমে REPTO- ল্যান্ডিং পেইজে কন্টেন্ট তৈরি করা যায়। 

  1. কোর্সের গাইডলাইন

  2. ক্যারিয়ার গাইডলাইন

  3. কোর্সের প্রয়োজনীয়তা



Course Guideline Format

কোর্সের গাইডলাইনের মাধ্যমে স্টুডেন্টরা কোর্স সম্পর্কে স্পষ্ট ধারণা ও কোর্সে কি কি বিষয় থাকছে সে সম্বন্ধে জানতে পারবে। উদাহরন স্বরূপ অটোক্যাড কোর্সের ল্যান্ডিং পেইজ দেখতে পারি। 

[Course Topic] কি? 

     অটোক্যাড কি?

অটোক্যাড একটি ইঞ্জিনিয়ারিং ডিজাইন সফটওয়্যার। এটিতে 2D drafting ও 3D modeling সহজে করা যায়।


[Course Topic] কেন দরকার?

অটোক্যাড কেন দরকার?

সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, আর্কিটেকচার এর বিভিন্ন ডিজাইন অটোক্যাড এর মাধ্যমে করা যায়। এ কোর্সটি করার পর আপনি অটোক্যাডের মাধ্যমে যেকোনো বিল্ডিং, ফার্নিচার, ইলেকট্রিক্যাল ড্রইং, মেশিন ইত্যাদির 3Dমডেল আঁকতে সক্ষম হবেন এবং অনুশীলন করলে কোনো প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা চলে আসবে।


[Course Topic] শিখে আমি কি করতে পারব?

    অটোক্যাড শিখে আমি কি করতে পারব?

সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, আর্কিটেকচার এর বিভিন্ন ডিজাইন অটোক্যাড এর মাধ্যমে করা যায়। এ কোর্সটি করার পর আপনি অটোক্যাডের মাধ্যমে যেকোনো বিল্ডিং, ফার্নিচার, ইলেকট্রিক্যাল ড্রইং, মেশিন ইত্যাদির 3Dমডেল আঁকতে সক্ষম হবেন এবং অনুশীলন করলে কোনো প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা চলে আসবে।

কাদের জন্য এই কোর্স?

যারা অটোক্যাড শেখার জন্য ভাল কোন ট্রেইনিং সেন্টার পাচ্ছেন না অথবা সময়ের অভাবে ট্রেইনিং সেন্টারে গিয়ে কোর্স করতে পারছেন না তাদের জন্য রেপটো নিয়ে এলো ঘরে বসেই সম্পুর্ণ বাংলা ভাষায় অটোক্যাড শেখার দারুন একটি কোর্স “Master of AutoCAD 2D & 3D”।



কোর্সটি আমি কিভাবে করতে পারব?

রেপটো থেকে এই কোর্সটি  খুব সহজে করতে পারবেন - অনলাইনে অথবা ডাউনলোড করে। । অনলাইন এ এটি আপনি আমাদের ওয়েবসাইট থেকে করতে পারবেন।


এই কোর্সটিতে রয়েছে ১১ টি সেকশনে ২৮ টি লেকচার । যা প্রায় ৩ ঘণ্টার ভিডিও। নিচে কোর্সের সকল ভিডিও এর নাম দেওয়া আছে,


ক্যারিয়ার গাইডলাইন

ক্যারিয়ার গাইডলাইন কর্মজীবনে পেশার সুযোগ করে দিবে এই কোর্সের মাধ্যমে।

কী রকম প্লাটফর্মে স্টুডেন্ট চাকরি শুরু করতে পারে। 

এই কোর্সে শিখে কীভাবে তার দক্ষতা প্রয়োগ বা প্রদর্শন করতে পারবে।


কোর্সের প্রয়োজনীয়তা

এই কোর্সের দক্ষতা, সফটওয়্যার অথবা সফটওয়্যার সর্ম্পকে পূর্ব প্রয়োজনীয় কোনো ধারনা আছে কিনা। 

এই কোর্সে গ্র্যাফিক ডিজািইন ফ্রিল্যান্সিং সম্পর্কে ধারনা থাকতে হবে। স্টুডেন্টকে গ্র্যাফিক ডিজাইন সম্পর্কে অবশ্যই জানতে হবে। 


If you have any more queries please contact our eTeacher Support

Phone: 8801701292299

email: eTeacher@repto.co